নিজস্ব প্রতিবেদক: কভিড-১৯-এর নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটারকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকাল সাড়ে ৪টায় তাদের ভর্তি করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান। এ দুজনের পাশাপাশি ক্রিকেট দলের আরেক পুরুষ সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তবে তারা সবাই ভালো ও সুস্থ রয়েছেন। তাদের মধ্যে একজনের কেবল কাশি রয়েছে, তাও সামান্য বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে শনাক্ত হয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ
ক্রিকেট দলের সদস্যরা জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফেরেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জিম্বাবুয়ে থেকে আসা আমাদের দুই নারী ক্রিকেটার, যাদের শরীরে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টাইনে রেখেছি এবং তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার, সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে, কী অবস্থায় আছেন। পুরোপুরি সেরে উঠতে হয়তো কিছুদিন সময় লাগবে। অন্তত দুই সপ্তাহ লাগবে। পুরোপুরি যখন সেরে উঠবে, তখনই আমরা তাদের ছাড়তে পারব।’
দুই নারী ক্রিকেটারের একজনের বয়স ২১ ও আরেকজনের বয়স ৩০ বছর। গত ৬ ডিসেম্বর তাদের নমুনা সংগ্রহ করা হয়।
এ বিষয়ে জানতে চেয়ে কল করা হলে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, ‘গতকাল বিকাল সাড়ে ৪টায় তাদের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তারা কেমন আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘তিনজনই ভালো আছেন, সুস্থ আছেন। দুজন নারী ক্রিকেটারের সঙ্গে আরেকজন পুরুষ সদস্য ভর্তি হয়েছেন।’ তিনজনই সুস্থ হলে কেন তাদের হাসপাতালে ভর্তি করা হলো এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আসলে এটা তো নতুন ভ্যারিয়েন্ট। তাদের পর্যবেক্ষণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তাদের কারোরই কোনো উপসর্গ নেই, এটা হচ্ছে হাসপাতালের কনসালটেন্টদের মতামত। তারা ভালো আছেন।‘যেহেতু এ ভ্যারিয়েন্ট আমাদের দেশে নতুন, তাই তাদের দেখার জন্য এখানে ভর্তি করা হয়েছে, আর কিছু নয়,’ বলেন তিনি। দুই নারীর বাইরে যিনি ভর্তি হয়েছেন, তিনিও কি ওমিক্রনে আক্রান্ত এ প্রশ্নে ডা. নিয়াতুজ্জামান বলেন, ‘তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।’