প্রিন্ট করুন প্রিন্ট করুন

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও অনিশ্চিত মুশফিক!

 

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারটির নাম কি? মিরপুরের হোম অব ক্রিকেটে যাদের যাওয়া-আসা আছে, তাদের জন্য উত্তরটা পানির মতো সোজা! কারণ নেটে আর জিমে বেশি সময় দিয়ে সেই ‘সবচেয়ে পরিশ্রমী’ বিশেষণটা নিজের করে নিয়েছেন মুশফিকুর রহীম। ফিট আর ফর্মে ফেরা ক্রিকেটারটি দুই সপ্তাহর জন্য চলে গেলেন মাঠের বাইরে। তার ইনজুরিতে পাল্টে গেল বাংলাদেশ দলের চেহারাও।

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাথুরুসিংহে গতকাল জানালেন, ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মুশি আগামী দুই সপ্তাহ খেলতে পারবেন না। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে সংশয় থাকছে। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ২ টেস্টের সিরিজ দিয়ে ফিরবেন। তার বদলি ক্রিকেটারটিও অবশ্য আছে নিউজিল্যান্ডে দলের সঙ্গে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের বৃহস্পতিবারই ওয়ানডে অভিষেক হয়ে যাবে।

মুশফিককে নিয়ে গত ৪৮ ঘণ্টা ধরেই ছিল টেনশন। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। ম্যাচের ৩৮তম ওভারে এক রান নিতে গিয়ে মাটিতে পড়ে যান। তখনই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া সেই ক্রিকেটারটি চলে গেলেন ১৪ দিনের জন্য মাঠের বাইরে।

তবে তারও আগে ফিরতে পারেন তিনি। কারণ ফেরার লড়াইটা যে শুরু হয়ে গেছে। হাথুরুসিংহে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে গতকাল বলেন, ‘এ ধরনের চোট থেকে সেরে উঠতে সময় লাগে দুই সপ্তাহ। এর আগে যদি ও ফিরে আসে, সেটা হলে অনেক বড় পাওয়া হবে আমাদের।’

একই সঙ্গে কোচ জানালেন, তার অভাবটাও চোখে পড়তে পারে। কারণ মুশফিক তিন ফরম্যাটের ক্রিকেটেই দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলছেন। বলছিলেন, ‘ব্যাটসম্যান হিসেবে তো বটেই, উইকেটকিপার হিসেবেও তাকে হারানো বড় এক ধাক্কা।’ একই সঙ্গে হাথুরু আশা করছেন, পরিশ্রমী মুশফিক সময়ের আগেই মাঠে ফিরবেন।

ইতিহাস জানাচ্ছে, সেই ২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। তখন থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন। ওয়ানডেতে পথচলা একই বছর আগস্টে। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬৫টি ওয়ানডে খেলেছেন। ৩১.৩২ গড়ে ৪টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরিসহ করেছেন ৪১১৮ রান। ২৯ বছর বয়সী এই উইকেটকিপার গ্লাভস হাতে ১৩৪টি ক্যাচ ও ৩৯টি স্টাম্পিং করেছেন। মোট ৫০ টেস্ট খেলে ৩১.৩৭ গড়ে ৩ শত রান ও ১৫ অর্ধশতকে ৫৯৪৩ রান করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। পাশাপাশি নিয়েছেন ৮২টি ক্যাচ ও ১১টি স্টাম্পিং।

সেই রেকর্ড আরও সমৃদ্ধ করার সুযোগটা ইনজুরির কারণে বাধার মুখে পড়লো। তবে মুশফিককে টেস্টেই চাইছে বাংলাদেশ। তার মতো এই দ্বিতীয় ওয়ানডে খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানেরও। অবশ্য কাটার মাস্টারের ইনজুরি নয়, তাকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

এদিকে নুরুল হাসান সোহান আগেই বাংলাদেশের জার্সি গায়ে দিয়েছেন। ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। এবার সেই অভিজ্ঞতাটা নিউজিল্যান্ডের মাঠে বাড়িয়ে নেওয়ার সুযোগ পেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

শেষ দুই ওয়ানডেতে বাংলাদেশ দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায় এবং তানভির হায়দার।