ক্রীড়া প্রতিবেদক: বর্তমান সময়টা ব্যাট-বল হাতে মোটেও ভালো যাচ্ছে না তার। চলতি নিউজিল্যান্ড সফরে সেই ছায়া ভর করেছে সাকিব আল হাসানকে। কোনো ম্যাচেই এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার। তারপরও গতকাল সুখবর মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে। বিশ্বক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সদ্যই প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ের বর্তমান বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিবই। আগের জায়গাটাই ধরে রেখেছেন এই বাঁহাতি।
এক সময় ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতেই বিশ্বের অলরাউন্ডার র্যাংকিংয়ে ১ নম্বরে ছিলেন সাকিব। তবে বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থানে এখন আর নেই বাংলাদেশের তারকা এই ক্রিকেটার। ওই দুই ফরম্যাটে টাইগার এই বাঁহাতি রয়েছেন দুইয়ে।
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন সাকিব। তিন ম্যাচ ওয়ানডেতে মাত্র ৮৪ রানের পাশাপাশি নেন ৫টি উইকেট। এদিকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এই বাঁহাতি ৭১ রানের সঙ্গে দখলে নেন মাত্র দুটি উইকেট।
আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে ৩৭৭ পয়েন্ট নিয়ে এক নম্বর সাকিব। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজের পয়েন্ট ৩৩৫। টি-টোয়েন্টিতে ৩৪৬ পয়েন্ট নিয়ে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার সাকিব। ৩৮৮ পয়েন্ট নিয়ে এই সংস্করণে এক নম্বর গ্লেন ম্যাক্সওয়েল। ৪০৫ পয়েন্ট নিয়ে টেস্টেও বিশ্বের ২ নম্বর অলরাউন্ডার সাকিব। ৪৮২ পয়েন্ট নিয়ে এক নম্বরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
আইসিসির সদ্য প্রকাশিত তালিকার ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে ৬ নম্বরে রয়েছেন সাকিব। এছাড়া মাশরাফি বিন মুর্তজা ১৪, মোস্তাফিজুর রহমান ২৯, আরাফাত সানি ৫০, রুবেল হোসেন ৫৩, নাসির হোসেন ৬৬ ও তাসকিন আহমেদ রয়েছেন ৭৬ নম্বরে।
বাংলাদেশের মধ্যে ওয়ানডে ব্যাটসম্যান র্যাংকিংয়ে ১৯ নম্বরে রয়েছেন মুশফিকুর রহীম। এছাড়া তামিম ইকবাল ২৩, সৌম্য সরকার ৩২, সাকিব ৩৪, মাহমুদউল্লাহ ৫১, নাসির হোসেন ৫৩ নম্বরে রয়েছেন।