বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমো ‘এক্স ফোর প্রো’। এটি প্রিমো ‘এক্স’ সিরিজের নতুন ফ্ল্যাগশিপ সেট। উচ্চ ক্ষমতাসম্পন্ন ও মাল্টি টাস্কিং স্মার্টফোনটিতে রয়েছে সুপার ফাস্ট ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, যা ফোনে সংরক্ষিত ব্যক্তিগত সব তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ওয়ালটনের মেগা প্যাভিলিয়নে গতকাল নতুন এই সেটের মোড়ক উম্মোচন করা হয়।
বাণিজ্যমেলায় ওয়ালটন প্যাভিলিয়নের পাশাপাশি সারা দেশে সব ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ডেড আউটলেটে আজ থেকে পাওয়া যাচ্ছে নতুন এই সেট। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন), মো. হুমায়ুন কবীর (পিআর অ্যান্ড মিডিয়া), অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ও এসএম রেজোয়ান আলম, অ্যাডিশনাল ডিরেক্টর আসিফুর রহমান খান (সেলুলার ফোন), ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান হেলাল, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।