প্রিন্ট করুন প্রিন্ট করুন

কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান চালিয়ে ৩০টি দোকান গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধ্যা পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ, আনসার সহ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) লোকজন উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ। এসময় তিনি জানান- উচ্চ আদালতের রায় পেয়ে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে লাল মিয়া মার্কেট নামক স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদের কাজ চলছে। এছাড়াও রায় অনুযায়ী কক্সবাজারের সকল স্থানের অবৈধ স্থাপনা গুলো ক্রমান্বয়ে উচ্ছেদ করা হবে।

অপরদিকে সুগন্ধ্যা পয়েন্টের দক্ষিণ পাশে গড়ে উঠা মার্কেট সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু ব্যবসায়ীরা এখনো সরিয়ে নেননি। ওই মার্কেটের সভাপতি রুবেল খাঁন জানান- ৩১ অক্টোবর পর্যন্ত তাদের মার্কেট উচ্ছেদ না করার জন্য আদালতের নিষেধাজ্ঞা আছে। কিন্তু প্রশাসন তাদের সরে যেতে বলছে। এসময় তারা সরকারের কাছে পূর্নবাসনের দাবী জানান।

এদিকে কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম জানান- মহামান্য হাইকোর্টের নির্দেশ দেয়া আছে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ইসিএ এলাকায় সকল স্থাপনা উচ্ছেদ করার, এই ইসিএ আইন অমান্য করে সৈকত দখলে নিয়ে গড়ে উঠা সরকারী বেসরকারী ভবন গুলো উচ্ছেদ করা উচিত। কিন্তু প্রশাসন তা করছেনা।