শোবিজ ডেস্ক: শাহরুখ খান। বলিউড বাদশাহ। তার দল কলকাতা নাইট রাইডার্স এবারের মৌসুমে খুব একটা সুবিধা করতে না পারলেও সেরাদের একটি। এমন এক লোক কত সম্পত্তির অধিকারী প্রশ্নটি কিন্তু ঘুরেফিরে আসে।
‘কিং খান’-এর সম্পত্তির পরিমাণ নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেসব রিপোর্টের দাবি, ‘বলিউড বাদশা’র মোট সম্পত্তির পরিমাণ প্রায় তিন হাজার নয়শ কোটি রুপি। ‘দ্য সান’ পত্রিকার রিপোর্ট বলছে, একটি ছবিতে অভিনয় করার জন্য শাহরুখের পারিশ্রমিক হার মানাবে বাঘা বাঘা সব হলিউড অভিনেতাকেও। গত বছরই তো ২৪৭ কোটি রুপি উপার্জন করে ধনী অভিনেতাদের মধ্যে ৫৮ নম্বর স্থানে ছিলেন কেকেআর-এর মালিক।
তার ক্রিকেট টিম কেকেআর দারুণ জনপ্রিয়। ২০০৮ সালে জুহি চাওলা ও জয় মেহতার সঙ্গে শাহরুখ তৈরি করেছিলেন এই দল। কেকেআরের বর্তমান মূল্য প্রায় ৪৮৯ কোটি রুপি। বলিউড স্টারদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল বাংলোটি নাকি কিং খানেরই। এ রকমই কথা প্রচলিত রয়েছে ‘মান্নত’ নিয়ে।