প্রিন্ট করুন প্রিন্ট করুন

কমার্স ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা স্থানান্তর

সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নারায়ণগঞ্জ শাখা স্থানান্তর করা হয়। এ উপলক্ষে শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান ড. রশিদ আহমেদ চৌধুরী উপস্থিত থেকে নতুন পরিসরে শাখাটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. রেজাউল করিম। বক্তব্য দেন গোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজর আলী ও অ্যাডভোকেট শামীম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের মার্কেটিং বিভাগের প্রধান শাহ সারোয়ার মোস্তফা আবুল উলায়ী, কোম্পানি সচিব সৈয়দ মোহাম্মদ ইস্তেনচার বিল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি