Print Date & Time : 17 April 2021 Saturday 2:20 am

কম দরের শেয়ারেই আস্থা রাখছেন বিনিয়োগকারীরা

প্রকাশ: February 23, 2021 সময়- 12:42 am

মুস্তাফিজুর রহমান নাহিদ: পতনের পুঁজিবাজারে কম দরের শেয়ারেই আস্থা রাখতে চাইছেন বিনিয়োগকারীরা। সে কারণে এ ধরনের শেয়ারেই আগ্রহ দেখাচ্ছেন তারা। আগের সপ্তাহেও বিনিয়োগকারীরা ১০ টাকার কম দর রয়েছেÑএমন শেয়ারে আস্থা রেখেছিলেন। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও ঠিক তেমন চিত্র দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন হওয়া ৩৪৩ কোম্পানি ও ফান্ডের মধ্যে মাত্র ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়তে দেখা যায়। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের শেয়ারদরই চিল ১০ টাকার নিচে। যে কারণে দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে ছিল এ ধরনের কোম্পানি। দিন শেষে এই তালিকায় দেখা গেছে তুংহাই নিটিং, সিঅ্যান্ডএ টেক্সটাইল, আরএন স্পিনিং, তাল্লু স্পিনিং, রিজেন্ট টেক্সটাইল, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, মিথুন নিটিং এবং এমারাল্ড অয়েল।
এদিকে গতকাল ডিএসইর প্রধান সূচক ৯২ পয়েন্ট কমে দিন শেষে স্থির হয় পাঁচ হাজার ৩৮৫ পয়েন্টে। একইভাবে লেনদেন কমে সাত মাস আগের অবস্থানে চলে যায়। গতকাল ডিএসইতে মোট লেনদেন ৪৬৭ কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার এবং ইউনিট লেনদেন হয়।
এদিকে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বøক মার্কেটে ১৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানিগুলোর ১১ লাখ ৮৮ হাজার ২৫৩টি শেয়ার ২০ বার হাতবদল হতে দেখা যায়। এ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিবিএইচের। দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ লাখ ৭৪ হাজার টাকার রেনাটার এবং তৃতীয় সর্বোচ্চ ৭৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেকিট বেনকিজারের।
এছাড়া সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫০ লাখ টাকার, বীকন ফার্মার ৪১ লাখ ৮৫ হাজার টাকার, বিডি থাইয়ের ৩৩ লাখ ৬৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৯ লাখ ৭৬ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১ লাখ ৪৮ হাজার, পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ লাখ টাকার, হাইডেলবার্গ সিমেন্টের ৫ লাখ ৪৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ টাকার, আরডি ফুডের ৭ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।