Print Date & Time : 16 August 2022 Tuesday 3:14 am

করোনায় স্মার্টফোন বাজারে ধস

শেয়ার বিজ ডেস্ক : দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের প্রভাবে চলতি বছর আগের বছরের চেয়ে বিশ্বজুড়ে স্মার্টফোনের বিক্রি কমেছে ৩৮ শতাংশ। বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান স্ট্রাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৈশ্বিক স্মার্টফোন বাজারে এটিই ইতিহাসের সবচেয়ে বড় ধস। খবর : আইএএনএস।

স্ট্রাটেজি অ্যানালিটিকসের পরিচালক লিন্ডা সুইয়ের তথ্যমতে, ‘বিশ্বজুড়ে স্মার্টফোনের বিক্রি পড়েছে ৩৮ শতাংশ। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন বিক্রি হয়েছে ৯ কোটি ৯২ লাখ, সেখানে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন বিক্রি হয়েছে ছয় কোটি ১৮ লাখ।’

বিবৃতিতে সুই বলেন, ‘আগের মাসে এশিয়াতে করোনাভাইরাস প্রাদুর্ভাবে স্মার্টফোন চাহিদায় ধস নেমেছে এবং এতে সারা বিশ্বেই বিক্রি কমেছে। এশিয়ার কিছু কারখানায় স্মার্টফোন উৎপাদন সম্ভব হয়নি। অনেক গ্রাহকই নতুন ডিভাইস কিনতে বিক্রয়কেন্দ্রে যেতে পারেননি বা যেতে চাননি।’