Print Date & Time : 23 June 2021 Wednesday 5:28 pm

করোনায় আক্রান্ত আকরাম খান

প্রকাশ: April 10, 2021 সময়- 12:45 pm

ক্রীড়া ডেস্ক: একে একে করোনায় আক্রান্তের দুঃসংবাদ দিচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক আকরাম খানও আক্রান্ত হয়েছেন নভেল করোনাভাইরাসে।

আজ শনিবার মুঠোফোনে করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আপাতত স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসাতে সেল্ফ আইসোলেশনে আছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

কয়েকদিন ধরে মৃদু উপসর্গ ছিল আকরাম খানের। এজন্য করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। গতকাল শুক্রবার পরীক্ষা ফল পজিটিভ আসে।

এনটিভি অনলাইনকে আকরাম খান বলেন, ‘হালকা উপসর্গ থাকায় নিশ্চিন্ত হতে পরীক্ষা করিয়েছি। কাল রাতে ফল পজিটিভ এসেছে। এখন বাসাতেই আইসোলেশনে আছি। পরিবারের সবাই চিন্তিত। তবে মোটামুটি শারীরিকভাবে এখনও সুস্থ আছি। সবাই দোয়া করবেন।’

আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে করোনা টেস্ট করে পজিটিভ হয়েছেন তিনি। সিলভার পর এবার করোনায় আক্রান্ত বিসিবি পরিচালক।