Print Date & Time : 23 June 2021 Wednesday 5:56 pm

করোনায় আক্রান্ত আমান উল্লাহ আমান

প্রকাশ: April 17, 2021 সময়- 03:07 pm

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমান উল্লাহ আমান করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) করোনার নমুনা পরীক্ষার পর আজ শনিবার (১৭ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এবং বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শহিদুল ইসলাম বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর স্কযার হাসপাতালে ভর্তি রয়েছেন। আমান উল্লাহ আমান ও তাঁর পরিবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমান উল্লাহ আমানের চিকিৎসার নিয়মিত খোঁজ নিচ্ছেন।