প্রিন্ট করুন প্রিন্ট করুন

করোনায় আক্রান্ত সন্দ্বীপের ওসি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল ইসলাম করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। গতকাল শনিবার পাওয়া ফলাফলের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল ইসলামের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।

‘‘আমরা তাকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করছি। পাশাপাশি তার সংস্পর্শে যারা ছিল স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের বিষয়েও সিদ্ধান্ত নিচ্ছি।’’

এ নিয়ে সন্দ্বীপে মোট ৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হলো। এর মধ্যে একজনের দুইবার পজিটিভ আসার পর তৃতীয়বার নেগেটিভ এসেছে।