Print Date & Time : 4 March 2021 Thursday 5:33 pm

করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু

প্রকাশ: May 23, 2020 সময়- 05:19 am

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম। শুক্রবার (২২ মে) রাত দশটার দিকে তিনি আইসিইউ মৃত্যুবরণ করেন। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, মোরশেদুল আলমসহ তার পরিবারের ৬ সদস্যের গত ১৭ মে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে মোরশেদুল আলম শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিলো। বৃহস্পতিবার তিনি শ্বাসকষ্টসহ চট্টগ্রামের করোনা বিশেষায়িত হাসপাতাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।

আজ সারাদিন তার শারীরিক অবস্থা ভালো থাকলেও সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদফা কার্ডিয়াক এরেস্ট হয়। এরপর রাত সাড়ে দশটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বর্তমানে সুগন্ধা আবাসিক এলাকায় তাদের বাড়িটি লকডাউন অবস্থায় আছে। উল্লেখ যে, তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের একজন পরিচালক।