Print Date & Time : 27 October 2020 Tuesday 8:20 pm

করোনা আক্রান্ত ফুটবলারদের নিয়ে আতঙ্কের কিছু নেই: জেমি ডে

প্রকাশ: August 8, 2020 সময়- 01:11 am

ক্রীড়া ডেস্ক: কিছুতেই করোনাভাইরাসের প্রকোপ কমছে না। তবে আর বসে থাকতে চায় না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্বাস্থ্যবিধি মেনেই ফুটবলারদের ক্যাম্প শুরু করতে যাচ্ছে। এরই মধ্যে প্রাথমিকভাবে ৩৬ সদস্যের নামও ঘোষণা করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। কিন্তু তাদের মধ্যে ১১ জন করোনা পজেটিভ হয়েছেন। বিষয়টি ভাবিয়ে তুলছে বাফুফে কর্মকর্তাদের। তবে করোনা আক্রান্ত ফুটবলারদের নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান কোচ জেমি ডে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের অনুশীলনে ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে যে ২৪ জনের প্রথম দুদিনে ক্যাম্পে ওঠার কথা ছিল তাদের মধ্যে ১১ জনই করোনাভাইরাসে আক্রান্ত। শনিবার এদের মধ্যে সাত সিনিয়র খেলোয়াড় রিপোর্ট করবেন। তারা হলেন তৌহিদুল আলম সবুজ, মামুনুল ইসলাম মামুন, তপু বর্মন, আশরাফুল ইসলাম রানা, রায়হান হাসান, নাবিব নেওয়াজ জীবন ও ইয়াসিন খান। তাদের পরীক্ষা করার পর জানা যাবে ৩১ ফুটবলারের মধ্যে শেষ পর্যন্ত কতজন উঠতে পারেন ক্যাম্পে।