প্রিন্ট করুন প্রিন্ট করুন

কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদের অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) নামে নতুন একটি কর্মসূচি চালু হয়েছে। এর মাধ্যমে প্রতিবন্ধীদের চাকরি দেয় এমন ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রতিবন্ধীদের কর্মসহায়ক পরিবেশ তৈরিতে কাজ করা হবে। সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার রাজধানীর বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ভবনের সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কানাডার অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ স্কিলস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রডাকটিভিটি (বি-সেপ) প্রকল্পের আওতায় এবং এমপ্লয়ার্স ফেডারেশনের অধীনে এ কার্যক্রমটি পরিচালিত হবে। এটি একটি স্বেচ্ছাসেবক দল প্রতিবন্ধীদের সংগঠন, এনজিও ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ স্থাপন করবে। তারা প্রাথমিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা ও প্রতিবন্ধীদের নিয়োগে মালিকদের উৎসাহিত করার জন্য কাজ করবে।
কর্মশালায় বিইএফ’র সভাপতি সালাহউদ্দীন কাসেম খান বলেন, ‘প্রতিবন্ধী কর্মকর্তারা কর্মক্ষেত্রে সক্ষমতা ও বৈচিত্র্য আনতে পারেন। এর মাধ্যমে প্রবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করা সম্ভব হবে।’
অনুষ্ঠানে বলা হয়, বিবিডিএন’র মাধ্যমে কোম্পানিগুলোতে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব হবে। এ কর্মসূচির মাধ্যমে করপোরেট নীতিমালা ও সিএসআর প্রোগ্রামের মাধ্যমে প্রতিবন্ধীদের সুবিধা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। ২০১০ সালে শুরু হওয়া আইএলও’র বৈশ্বিক প্রতিবন্ধী নেটওয়ার্কের অধীনে এ কার্যক্রম চলবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে অনুষ্ঠিত ত্রি-পক্ষীয় সম্মেলনে গৃহীত ‘ঢাকা ঘোষণা’য়ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্ব পায়। এতে ২০১৭ সালকে ‘প্রতিবন্ধীদের বর্ষ’ ঘোষণার আহ্বান জানানো হয়।