প্রিন্ট করুন প্রিন্ট করুন

কানায় কানায় পরিপূর্ণ রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ

প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে ঐতিহাসিক মাদরাসা মাঠ। সেই সাথে স্লোগানে স্লোগানে মুখর সমাবেশস্থল। তবে, সমাবেশস্থলে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। এরপর রাজশাহী বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। দুপুর ২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে যোগ দেবেন।

এদিকে দুপুর না গড়াতেই জনসমুদ্রে পরিণত হয়েছে রাজশাহী মাদরাসা মাঠ, ঈদগাহ, পদ্মাপাড়সহ সড়কগুলো। শহরজুড়ে লাল-সবুজ পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে বিশাল বিশাল মিছিল নিয়ে মাঠে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের দাবি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন।

এদিকে সমাবেশকে সামনে রেখে ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এসব জেলা থেকে আসা নেতাকর্মীরা পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করছেন তারা। বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে বিকল্প উপায়ে রাজশাহীতে এসেছেন তারা। এমনকি বিভাগীয় সমাবেশের আগের দিন থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘটের পাশাপাশি সিএনজি-অটোরিকশা ধর্মঘটেরও ডাক দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি, আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই বিভাগীয় গণসমাবেশ অণুষ্ঠিত হচ্ছে। এর আগে দলটি ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ সম্পন্ন করেছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।