নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত কোম্পানি রহিমা ফুড করপোরেশন লিমিটেডের শেয়ারদর বাড়ার কোনো সঙ্গত কারণ নেই। এ কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে এমনটিই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
সূত্রমতে, অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে গত ১২ ডিসেম্বর ডিএসই নোটিস পাঠায়। কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে কোম্পানি কর্তৃপক্ষ জানায়। রহিমা ফুড করপোরেশনের শেয়ারদর গত মাসের ১৭ তারিখ থেকে শেয়ারদর ক্রমেই বেড়েছে, যা চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত বাড়তে থাকে। গত ১৭ নভেম্বর কোম্পানির শেয়ারদর ছিল ৮৪ টাকা ৯০ পয়সা, যা ১২ ডিসেম্বর বেড়ে দাঁড়ায় ১৪৪ টাকা ৬০ পয়সায়। এ সময়ের মধ্যে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৫৯ টাকা ৭০ পয়সা। আর এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসসি।