Print Date & Time : 30 June 2022 Thursday 1:19 am

কালাইয়ে বজ্রপাতে এক কিশোর নিহত

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে হƒদয় (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে এবং তার দাদা মুনসুর ইসলাম (৭৫) আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি এসএম মঈনুদ্দীন। গতকাল বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নিহত হƒদয় উপজেলার উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য এবং কালাই থানা সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টায় তাদের বাড়ির পাশে পুকুরে ফান্দিজাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে হƒদয় আহত হলে স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।