প্রিন্ট করুন প্রিন্ট করুন

কালাইয়ে মহাজনি ব্যবসার লাগাম টানতে কর্জে হাসানার প্রবর্তন

প্রতিনিধি,জয়পুরহাট : জয়পুহাটের কালাইয়ের সাধারণ মানুষকে সুদের ছোবল থেকে বাঁচাতে ইসলামিক ঋণ ব্যবস্থা ‘কর্জে হাসানার’ উদ্যোগ নিয়েছে তরুনেরা। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কালাই ময়েন উদ্দীন সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কর্জে হাসানা ফাউন্ডেশন আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা।

কালাই উপজেলার পাঁচ শতাধিক সদস্য নিয়ে কর্জে হাসানা ফাউন্ডেশন গঠন করা হয়েছে। জানা যায়, প্রত্যেক সদস্য মাসিক অন্তত ১০০ টাকা ফাউন্ডেশনে আমানত হিসেবে জমা রাখবেন। আমানতের এই টাকা কালাই উপজেলার যে কোনো মানুষ বিনা সুদে এবং ফেরতের শর্তে ধার নিতে পারবেন। এছাড়া বেকারদের স্থায়ীভাবে সাবলম্বী করতেও এই আমানত দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে দেয়া হবে।

উদ্বোধনী বক্তব্যে মেয়র রাবেয়া সুলতানা বলেন, ‘মহাজনি ব্যবসা সমাজে ক্যান্সার হিসেবে ছড়িয়ে পড়েছে। মানুষজন সুদের টাকা জোগাতে গিয়ে নিজেরা নিঃস্ব হয়ে পড়ছেন পাশাপাশি অনেকে নিজের দেহের কিডনি বিক্রি করেছেন। এমন অকালে তরুদের ইসলামিক ঋণ ব্যবস্থা কর্জে হাসানার উদ্যোগ মানুষদের আশার আলো দেখাবে।

ফাউন্ডেশনের সমন্বয়কারী অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার বলেন, কালাইয়ে সুদ ও মহাজনি ব্যবসা ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। এখন আর মানুষজন সমস্যায় পড়লে সহজে টাকা ঋণ পান না। বাধ্য হয়ে চড়া সুদে ঋণ নেয়। তাতে সমস্যাটি আরোও প্রকট হয়। চড়া সুদের টাকা পরিশোধ করতে গিয়ে নিজেরা সর্বস্বান্ত হন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা তরুনেরা কর্জে হাসানার উদ্যোগটি নিয়েছি। লক্ষ্যে পৌঁছাতে পারলে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়াতে পারব। পাশাপাশি সামাজিক ভাতৃত্ববোধ অটুট হবে থাকবে।