প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে দগ্ধ হয়ে রাবিয়া বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত ফকির আলী মোল্ল্যার স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঘটনার রাতে ওই বৃদ্ধা একাই তার ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার ঘরে আগুন ধরে যায়। আগুনে তার টিনের বেড়া দিয়ে তৈরি দুই রুমের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আশ-পাশের সবাই টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
স্থানীয় ইউপি মেম্বার ইশারত আলী মন্ডল বলেন, ঘটনার রাতে বৃদ্ধা একাই ঘরে ছিল। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না।আমরা টের পেয়ে গিয়ে দেখি ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে বৃদ্ধা রাবিয়া বেগমও দগ্ধ হয়ে পুড়ে কয়লা হয়ে গেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভির ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ৯৯৯ এ ফোনে আমাদের সহযোগীতা চাওয়া হয়। ফোন পেয়ে সেখানে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করি। তবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা, ৮ নং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খান।