প্রিন্ট করুন প্রিন্ট করুন

কাল ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক 

শেয়ার বিজ ডেস্ক : আগামীকাল শনিবার (২১ জানুয়ারি) ৩ দিনের সফরে ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাজধানীতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং দেশের উল্লেখযোগ্য অর্জন উদযাপন করতে ট্রটসেনবার্গ একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন।

তিন দিনের সফরে ট্রটসেনবার্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংক সমর্থিত প্রকল্পগুলোও পরিদর্শন করবেন।