Print Date & Time : 28 January 2021 Thursday 5:04 pm

কাশ্মীর ইস্যুতে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

প্রকাশ: September 4, 2019 সময়- 09:29 pm

শেয়ার বিজ ডেস্ক: অধিকৃত কাশ্মীরে ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে গত মঙ্গলবার লন্ডনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ এতে অংশ নেন। তবে আয়োজকরা বলছেন, এদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। তারা লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে অবস্থান নিয়ে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে আওয়াজ তোলেন। একপর্যায়ে তারা হাইকমিশন ভবন লক্ষ করে ডিম, টমেটো, জুতা, বোতল, পাথর, স্মোক বম্ব বা ধূমবোমা নিক্ষেপ করে। এতে ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। খবর: এনডিটিভি।
টুইটারে দেওয়া পোস্টে কয়েকটি ভাঙা জানালার ছবি প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন। বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর ফের লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে ভবন চত্বরের ক্ষয়ক্ষতি হয়েছে।
এ কর্মসূচিতে অংশ নিতে দুপুর ১২টার দিকে বাসযোগে ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে পার্লামেন্ট স্কয়ার এলাকায় জড়ো হন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। পরে সেখান থেকে বিক্ষোভ শুরু করে ভারতীয় হাইকমিশন অভিমুখে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা উপত্যকা থেকে কারফিউ তুলে নেওয়া এবং সেখানে ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে আওয়াজ তোলেন। এ সময় উই ওয়ান্ট ফ্রিডম; ফ্রিডম ইজ রাইট অব কাশ্মীর; ইন্ডিয়া লিভ কাশ্মীর; টেররিস্ট, টেররিস্ট, মোদি টেররিস্ট; সেভ কাশ্মীর ফ্রম বিজেপি অ্যান্ড আরএসএস; কাশ্মীরিজ নিজ জাস্টিস প্রভৃতি সেøাগান দেন আন্দোলনকারীরা।