বগুড়া ব্যুরো: বগুড়ার কাহালুতে নাগর নদ থেকে অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদ-তীরবতী গ্রামের বাড়িঘর ও আবাদি জমি ভাঙনের আশঙ্কা করা হচ্ছে।
বালুদুস্য ও ইটভাটার মালিকরা উপজেলার মদনাই, ঝিনাই, আটালিয়া ও টিটিয়া গ্রামের বিভিন্ন এলাকায় নাগর নদে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। এছাড়া জাঙ্গালপাড়া ও বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন ও নদ পাড় কেটে নেওয়া হচ্ছে। নদ থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু ও মাটি নিয়ে যাওয়া হচ্ছে। এতে নদের আশপাশের গ্রামের বাড়িঘর ও আবাদি জমি ভাঙনের আশঙ্কা হচ্ছে।
উপজেলার বীরকেদার ইউনিয়নের চেয়ারম্যান ছেলিম উদ্দিন জানান, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভায় আলোচনা হয়েছে। এছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান জানান, নাগর নদ থেকে বালু উত্তোলন ও নদীর পাড় কেটে নেওয়াদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।