প্রিন্ট করুন প্রিন্ট করুন

কীভাবে মুক্তি মিলবে সানির?

স্পোর্টস ডেস্ক: আবারও অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আরাফাত সানি। চলতি বিপিএলে গত সোমবার রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে রংপুর রাইডার্সের এই স্পিনারের বিরুদ্ধে একটি বলে অ্যাকশনে অভিযোগ তোলেন আম্পায়াররা। এরপর থেকে নড়েচড়ে বসেছে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি ও বিসিবি। তবে বিপিএলে আপাতত খেলতে বাধা নেই তার। প্রশ্ন হচ্ছে, এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন এই অফস্পিনার?

সানি যেহেতু জাতীয় দলের ক্রিকেটার, তাই বিপিএল শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন কমিটি তার অ্যাকশন দেখবেন। যদি তারা সন্দেহের কিছু দেখেন, তাহলে আবারও এই বাঁহাতি স্পিনারের পুনর্বাসন শুরু হবে।

তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সানিকে কত দিন থাকতে হবে, এ নিয়ে এখনও বিসিবি থেকে কিছু জানা যায়নি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হয়েছিলেন সানি। কয়েক মাস বিসিবির অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় কাটে তার। তারপরই গত সেপ্টেম্বরে ব্রিসবেনে অ্যাকশনের পরীক্ষায় বসেন তিনি। শেষ পর্যন্ত সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে আবারও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ছাড়পত্র পান। কিন্তু দুই মাস পার না হতেই আবারও সেই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবারও কি আগের পথেই হাঁটতে হবে সানিকে? জবাবটা সময়ই বলে দেবে।