প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরতলীর লাহিনী মধ্যপাড়া এলাকায় ট্রলিচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় ট্রলিচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে শহরতলীর লাহিনী মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের লাহিনী কর্মকার পাড়ার সোবহান হোসেনের ছেলে নাঈম শেখ (১০)। তিনি লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাইসাইকেল চালিয়ে নাঈম বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় পথে লাহিনী মধ্যপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে ওসি দেলোয়ার হোসেন খান জানান, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রলিচালককে আটক করা হয়েছে।