প্রতিনিধি, কুষ্টিয়া: বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়ার মিরপুরে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীসহ কর্মরত ৩৮ জন কর্মবিরতি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মবিরতি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. সানাউল্লাহ ও মিরপুর উপজেলা স্বাস্থ্য সহকারী মো. তরিকুল ইসলাম।
এ সময় তারা স্বাস্থ্য পরিদর্শক ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য তাদের কর্মবিরতি পালন অব্যাহত থাকবে বলে জানান।
