প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে স্থানীয় মিরপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন ফলাফল ঘোষণা করেন।
এতে সভাপতি পদে গ্রামের কাগজ পত্রিকার সংবাদদাতা বাবলু রঞ্জন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ বার্তার স্টাফ রিপোর্টার মো. জমির উদ্দিন, দেশের কন্ঠের উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম। প্রচার ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন দৈনিক শেয়ার বিজ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজ, নির্বাহী সদস্য নির্বাচিত হন দৈনিক সাগর খালি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহাম্মদ আলী জোয়ার্দার ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা আছদুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।
এরআগে সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর মন্ডল, কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মালেক জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন আর রশিদ, মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান প্রমুখ।