প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৪সেপ্টেম্বর) বিকাল ৩টা ১৫মিনিটের দিকে মিরপুর রেলগেট সংলগ্ন এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নওপাড়া গ্রামের আজিম আলীর ছেলে নাঈম ইসলাম (১৫) ও একই উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহর মেয়ে রিতু খাতুন (১৪)। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নাঈম ইসলাম মিরপুর বডার গার্ড পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং রিতু মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদশীরা জানা যায়, বিকাল ৩টা ১৫মিনিটের দিকে দুটি ছেলে ও একটি মেয়ে মিরপুর রেলগেট সংলগ্ন এলাকার রেলের ওভারব্রিজ পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করছিল। এ সময় দুই শিক্ষার্থী রেলের ওভারব্রিজ পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মো. মোস্তফা কবির বলেন, বিকাল ৩টা ১৫মিনিটের দিকে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। পরে বিস্তারিত জানাতে পারবো।