শেয়ার বিজ ডেস্ক: ৫০০ ও হাজার রুপির নোট বাতিলের প্রভাব এখনও ভারতের অর্থনীতি ও রাজনীতিতে বিদ্যমান। এ প্রভাব অর্থনীতিতে যতটা পড়েছে, তার থেকেও বেশি পড়েছে রাজনীতিতে। এ নিয়ে এখনও বিতর্ক চলছে। ভারত ছাড়াও এ বছর ভেনিজুয়েলা বাজার থেকে তাদের দুটি নোট প্রত্যাহার করেছে। নোট বাতিল বিতর্কের মধ্যে জেনে নেওয়া যাক বিশ্বে উন্নত কোন দেশে কত বড় অঙ্কের নোট রয়েছে। সূত্র: ডেইলি মেইল।
ডলার: বিশ্বে সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মুদ্রার নাম ডলার। বিশ্ববাজার দাপিয়ে বেড়ায় মার্কিন ডলার। অন্যান্য দেশের মুদ্রার চেয়ে কোনো দেশে ডলারের দাম কম হলে এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। ডলারের সবচেয়ে বড় নোট হলো ১০০ ডলারের। যার মূল্যমান বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় আট হাজার টাকা।
ইউরো: ইউরোপীয় দেশগুলোর ১৯টি দেশের অভিন্ন মুদ্রা হচ্ছে ইউরো। এক ইউরো সমান বাংলাদেশি টাকায় ৮১.৯৭ টাকা। ইউরোর সবচেয়ে বড় নোট হলো ৫০০ ইউরোর।
ইয়েন: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ জাপান। এর মুদ্রার নাম ইয়েন। এ মুদ্রায় সবচেয়ে বড় নোট হলো ১০ হাজার ইয়েনের। এর দাম বাংলাদেশি টাকায় ৬৬৭.৩৭ টাকা। এক ইয়েনের মূল্য .৬৭ পয়সা।
পাউন্ড: ব্রিটেনের মুদ্রা পাউন্ড স্ট্যার্লিং। এর সবচেয়ে বড় নোট হলো ৫০ পাউন্ডের। এক পাউন্ডের বাংলাদেশি মূল্যমান ৯৫.৯১ টাকা। আর ৫০ পাউন্ডের দাম টাকায় দাঁড়ায় ৪৭৯৫.৫ টাকা।
রিয়েল: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের মুদ্রা হচ্ছে রিয়েল। এক রিয়েলের দাম বাংলাদেশি টাকায় ২৪.৪০ টাকা। আর সবচেয়ে বড় নোট ১০০ রিয়েলের। এর মূল্যমান দাঁড়ায় ২৪৪০.১২ টাকা।
ইউয়ান: এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ চীন। চীনের মুদ্রা ইউয়ান। সবচেয়ে বড় নোট হলো ১০০ ইউয়ানের। এক ইউয়ানের দাম হলো ১১.৩৭ টাকা। সে হিসেবে ১০০ ইউয়ানের মূল্যমান ১১৩৭.১৭ টাকা।