Print Date & Time : 7 October 2022 Friday 12:42 pm

কোরবানির পশুর হাটে সতর্কতা

সুস্বাস্থ্য ডেস্ক: আজ কোরবানির পশুর হাটের শেষ দিন। হাটে গেলে সতর্ক থাকতে হবে। বিশেষজ্ঞদের মতে, হাটে যেহেতু বাড়ে জনসমাগম, তাই স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে।

মহামারির শুরু থেকে ভিড় ও জনসমাগম এড়াতে বলা হচ্ছে। কিন্তু হাটে গিয়ে কোরবানির পশু কেনার ক্ষেত্রে ভিড় এড়ানো প্রায় অসম্ভব। তবু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

দেখে নিতে পারেন এমন কয়েকটি স্বাস্থ্যবিধি:

#      কোরবানির পশুর হাটে যাওয়া ও আসার সময় তো বটেই, যতক্ষণ  হাটে থাকবেন পুরোটা সময় অবশ্যই মাস্ক পরে থাকবেন।

#      এ সময় ডাবল মাস্ক পরা উচিত।

#      শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে হাটে যাবেন না।

#      দুই ডোজ টিকা নেয়া তরুণ ও সুস্থ ব্যক্তিরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে হাটে যান।

#      জ্বর, কাশি বা অন্য কোনো উপসর্গে যারা ভুগছেন, তারা হাটে যাবেন না।

#      আমরা অনেক ক্ষেত্রে মনের অজান্তে কথাবার্তা বলার সময় নাকের ওপর থেকে মাস্ক সরিয়ে ফেলি। এমন ভুল করা যাবে না।

#      অনেকে নাক-মুখ খোলা রেখে থুতনির ওপর মাস্ক রেখে দেন। এমন আচরণ থেকেও বিরত থাকতে হবে।

#      কথা বলার সময় অবশ্যই মাস্ক পরে কথা বলবেন।

#      মাস্ক পরেননি এমন ব্যক্তি থেকে দূরে থাকুন, কথাবার্তা তো নয়ই।

#      হাটে গেলে সঙ্গে রাখতে পারেন স্যানিটাইজার।

#      হাত ধোয়ার ব্যবস্থা থাকলে কিছুক্ষণ পরপর হাত ধুয়ে নিন।

#      ক্রেতা-বিক্রেতার মধ্যে যথেষ্ট নিরাপদ দূরত্ব বজায় রাখুন। তিন ফুট দূরত্ব বজায় রাখা স্বাস্থ্যসম্মত।

#      দীর্ঘ সময় দরদাম না করে অল্প কথায় পশু কেনার প্রক্রিয়া সারুন।

#      যথাসম্ভব হাত দিয়ে কোনো কিছু স্পর্শ না করার চেষ্টা করুন।

#      সম্ভব হলে অনলাইনে কোরবানির পশু কিনুন।

#      হাট থেকে বের হওয়ার পর হাত জীবাণুমুক্ত করুন।

#      বাড়িতে এসে অন্যদের সংস্পর্শে আসার আগে সাবান দিয়ে ভালো করে গোসল করুন।