প্রিন্ট করুন প্রিন্ট করুন

কোয়ার্টারে ফাইনালে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক: কোপা ডেল রে’র শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এরপর প্রশ্ন উঠেছিল এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে তো লুইস এনরিকের শিষ্যরা! কিন্তু যে দলে লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজের মতো তারকার ছড়াছড়ি, তাদের কি আর কেউ আটকাতে পারে! বুধবার হলোও তা-ই। ফিরতি লেগে নিজেদের মাঠে এসএমএন এয়ির জাদুকরী  ফুটবলে প্রতিপক্ষের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিলো কাতালানরা। তাতেই দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো কাতালান ক্লাবটি।

ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের জালে বল জড়াতে পারছিলেন না কাতালান ক্লাবটির ফরোয়ার্ডরা। কয়েকদিন আগে ভিয়ারিয়ালের বিপক্ষে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পয়েন্ট হারাতে হয়েছিল বার্সেলোনাকে। বুধবার রাতেও রেফারির ভুল সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায়। ২৭তম মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে জালে পাঠিয়েছিলেন সুয়ারেজ। অফসাইডের কারণে গোল হয়নি। ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে অফসাইডের সংকেত দেন রেফারি। কিন্তু টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায়, অনসাইডে ছিলেন তিনি।

রেফারির বাজে সিদ্ধান্ত আটকাতে পারেনি বার্সেলোনাকে। ম্যাচের ৩৫তম মিনিটে কাতালানদের এগিয়ে দেন সুয়ারেজ। মেসির বাড়ানো বলে দারুণ এক ক্রসে সুয়ারেজকে বল দেন নেইমার। সেই বল নিজ আয়ত্তে নিয়ে প্রতিপক্ষের জালে কোনাকুনি ভলিতে জড়িয়ে স্বাগতিক দর্শকদের আনন্দে মাতান এই উরুগুইয়ান স্ট্রাইকার। বার্সেলোনার হয়ে এটি শততম গোল তার। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এই গোলের মধ্য দিয়ে তিন মাস পর প্রতিপক্ষের জালে বল জড়ালেন ব্রাজিলের তারকা এই স্ট্রাইকার। এরপর ম্যাচের ৫১তম মিনিটে ডইনাকি উইলিয়ামসের ক্রসে হেডে বল জালে জড়িয়ে বিলবাওকে ম্যাচে ফেরান স্প্যানিশ ডিফেন্ডার সাবোরিত। তবে এটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি অতিথিরা। ম্যাচের ৭৮তম মিনিটে ঝলক দেখান মেসি। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে বাঁকানো শটে গোল করেন আর্জেন্টাইন এই সুপারস্টার। তাতে ৩-১ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোল না পেলে ৩-১ গোলের জয় নিয়ে কোপা ডেল রে’র কোয়ার্টারে ওঠা নিশ্চিত করে এনরিকের শিষ্যরা।