মিডিয়া ও অ্যাডভার্টাইজিংয়ের জগতে বছর জুড়ে মাইন্ডশেয়ার বাংলাদেশের জিতে নেয়া নানা অ্যাওয়ার্ডের তালিকায় এবার যোগ হয়েছে ‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’। এ অ্যাওয়ার্ড এসেছে দুটি ক্যাটেগোরিতেÑ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া ডিজিটাল এজেন্সি অব দ্য ইয়ার’-এ সিলভার এবং ‘রেস্ট অব দ্য সাউথ এশিয়া মিডিয়া এজেন্সি অব দ্য ইয়ার’-এ গোল্ড। ১৯৯০ সালের শুরু থেকেই অ্যাডভার্টাইজিং এবং ব্র্যান্ড কম্যুনিকেশনের সামগ্রিক অর্জনের স্বীকৃতি দিয়ে আসছে ‘ক্যাম্পেইনস এজেন্সি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’। এই নির্দিষ্ট অ্যাওয়ার্ড প্রোগ্রামটি শুধু সৃজনশীল কাজই নয়, অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব, সেরা ম্যানেজমেন্ট ও অসামান্য ব্যবসায়িক কর্মক্ষমতাকেও সম্মানিত করে। বিজ্ঞপ্তি