প্রিন্ট করুন প্রিন্ট করুন

ক্রিকেটের ‘মিলিয়ন ডলার ম্যান’

স্পোর্টস ডেস্ক: অনেক বিশ্লেষকই রায় দিয়ে ফেলেছেনÑ ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি! তাই বলা হয়ে থাকে, আগের মতো সুদিন এখন আর নেই মাহির। কিন্তু বার্ষিক আয়ে দাপট আগের মতোই। এ লড়াইয়ে সবাইকে পেছনে ফেলেছেন ভারত অধিনায়ক। বর্তমানে তার বার্ষিক আয় ২৯ মিলিয়ন মার্কিন ডলার।

২০১৪ সালের ডিসেম্বরে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন ধোনি। এরপর থেকে রঙিন পোশাকের ক্রিকেটে বেশি মনোযোগী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ভারতের হয়ে এখন পর্যন্ত ১২ বছর খেলছেন ধোনি। এ সময়ে অনেক কিছু পেয়েছেন তিনি। দলকে দিয়েছেন আরও বেশি। ২০০৮ সালে তার নেতৃত্বেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে ভারত। এরপর ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১১ সালে দলকে এনে দেন বিশ্বকাপ।

শুধু দলকেই সাফল্য এনে দেননি ধোনি; যশ ও খ্যাতির পাশাপাশি ক্রিকেট থেকে তিনি নিজেও পেয়েছেন প্রতিপত্তি। বর্তমানে তার বার্ষিক আয় ২৯ মিলিয়ন মার্কিন ডলার। বিসিসিআইর সঙ্গে চুক্তি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বছরে তিনি আয় করেন ৬ মিলিয়ন মার্কিন ডলার। বিজ্ঞাপন থেকে এই ডানহাতি ব্যাটসম্যানের আয় ২৩ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের শীর্ষ দশ ক্রীড়াবিদের মধ্যে তিনিই প্রথম ক্রিকেটার, যার আয় বছরে ২৯ মিলিয়ন ডলার। তার আগে আর কোনো ক্রিকেটারের নাম শীর্ষ দশে কখনও ছিল না।

এখন পর্যন্ত ভারতের হয়ে ২৮৩ ওয়ানডেতে ৫০.৮৯ গড়ে ৯ হাজার ১১০ রান করেছেন ধোনি। যেখানে এই ডানহাতি ব্যাটসম্যানের উইলো থেকে এসেছে ৯টি সেঞ্চুরি ও ৬১টি হাফ সেঞ্চুরি। এদিকে ৭৩টি টি-টোয়েন্টিতে ৩৫.৮৭ গড়ে ১ হাজার ১১২ রান রয়েছে তার। আর ৯০ টেস্টে ভারতের সাদা পোশাকের রান ৩৮.০৯ গড়ে ৪ হাজার ৮৭৮।