প্রিন্ট করুন প্রিন্ট করুন

ক্ষতি এড়ানোর উপায় খুঁজছে ফার্স্ট রিপাবলিক

শেয়ার বিজ ডেস্ক: নগদ অর্থ বাড়ানো ও খরচ কমানোর উপায় খুঁজতে কাজ করছে যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংক। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত পুঁজি সংগ্রহের চেষ্টায় সফল হয়নি ব্যাংকটি। খবর: রয়টার্স।

আমানতকারীরা তাদের অর্থ তুলে নিতে পারেন, এমন আশঙ্কায় প্রায় দুই সপ্তাহ ধরে সংকটে রয়েছে ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এ অবস্থায় ব্যাংকটি তার নগদ অর্থ বাড়ানো ও খরচ কমানোর উপায়

খোঁজার পাশাপাশি সরকার ও ওয়াল স্ট্রিট নেতাদের সহায়তা চেয়েছে ব্যাংকটি।

এছাড়া ব্যবসার কিছু অংশ বিক্রি করতে চায় এ ব্যাংক। পাশাপাশি অন্যান্য ঋণদাতা প্রতিষ্ঠানের কাছ  থেকেও পুঁজি সংগ্রহ করতে চায় ব্যাংকটি। কিন্তু দেশটির প্রধান ব্যাংক ও প্রাইভেট ইকুইটি সংস্থাগুলো এখন পর্যন্ত ফার্স্ট রিপাবলিককে মূলধনের জোগান দিতে খুব একটা আগ্রহী হচ্ছে না।

ব্যাংকটি ইতোমধ্যে তার আকার কমানো বা সরকারি সহায়তা পাওয়ার যে পরিকল্পনা করেছিল, তা এখনও সফল হয়নি। এ কারণে ক্ষতি এড়াতে নতুন কী করা যায়, সে উপায় খুঁজছে ব্যাংকটি।

মূলত পরপর দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ কারণে দেশটির নিয়ন্ত্রক সংস্থাগুলোসহ অন্যান্য ব্যাংকের ওপর নজর রাখা শুরু করেছে। তবে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের বিষয়ে সরকার

প্রয়োজনীয় সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছে।

প্রধান ব্যাংক ও প্রাইভেট ইকুইটি সংস্থাগুলোর অনুমান, পরিস্থিতি খারাপ দেখেই সরকার সহায়তার কথা বলছে। ফলে এ অবস্থায় ব্যাংকটিতে পুঁজি বিনিয়োগ করলে লোকসান হতে পারে। মূলত এ কারণে মঙ্গলবার পর্যন্ত কোনো পুঁজি সংগ্রহ করতে পারেনি ফার্স্ট রিপাবলিক।

বিশ্লেষকরা বলছেন, পুঁজি সংগ্রহ করতে পারলে তা ব্যাংকটিকে তার ঋণাত্মক মান মোকাবিলায় সহায়তা করতে পারে।

বর্তমানে ব্যাংকটির দায় ও সম্পদের ব্যবধান ৯৪০ কোটি থেকে ১ হাজার ৩৫০ কোটি ডলারের মধ্যে বলে অনুমান করা হচ্ছে।

ওদিকে মার্কিন কর্মকর্তারা ও ওয়াল স্ট্রিট নেতারা ফার্স্ট রিপাবলিককে সহায়তা করার জন্য কী করা যায়, তা নিয়ে কাজ করছেন।