Print Date & Time : 23 October 2020 Friday 8:15 am

ক্ষমা চাইলেন স্টোকস

প্রকাশ: January 26, 2020 সময়- 01:00 am

ক্রীড়া ডেস্ক: জোহানেসবার্গ টেস্টে গত পরশু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নামার আগে-পরে দর্শকদের অনেক গালি শুনেছিলেন। ওইদিন দ্রুত আউট হয়ে ফেরার সময় আর ব্যাপারটি মেনে নিতে পারেননি বেন স্টোকস। তাই দর্শককে একটু কথা শুনিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার। যে কারণে আইসিসি থেকে তিনি পেতে পারেন শাস্তি। তার আগে অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন স্টোকস। দর্শকের সঙ্গে স্টোকসের এমন আচরণ সরাসরি টিভিতে না দেখালেও ব্রডকাস্টাররা ঠিকই মুহূর্তটি ধরে ফেলে। পরে ওই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও দর্শকের মন্তব্যটি ব্রডকাস্টে আসেনি। কিন্তু ধারণা করা হচ্ছে ওই দর্শক বলেছিলেন, স্টোকসকে দেখতে ইংলিশ গায়ক এড শিরানের মতো লাগে। নর্তিয়ের বলে গত পরশু আউট হওয়ার পর এক দর্শকের ঝাঁজালো কথার জবাবে নাকি স্টোকস চোখ গরম করে দর্শককে গালি দেন, ‘যা বলেছ সেটা মাঠের বাইরে এসে বলো।’ লেখার অনুপযুক্ত সে গালিটাই অবশ্য স্টোকসকে বিপদে ফেলেছে। এ ব্যাপারে ইংল্যান্ড দল জানিয়ে নিজের আচরণের জন্য স্টোকস ক্ষমা চেয়েছেন। এদিকে স্টোকস বলেছেন, ‘আমি আউট হয়ে ফেরার পথে টিভি পর্দায় আমি যে ভাষা ব্যবহার করেছি সেটার জন্য ক্ষমা চাইছি। আমার ওভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। আমি যখন মাঠ ছাড়ছিলাম তখন আমাকে বারবার গালি দেওয়া হচ্ছিল।’ আগেও জোহানেসবার্গে দর্শকের আচারণে অনেক ক্রিকেট মেজাজ হারিয়েছেন। তবে ব্যাপারটি নিয়ে ভাবছেন না স্টোকস। উল্টো নিজেকেই দায়ী করেছেন তিনি। এজন্য দুঃখ প্রকাশও করেছেন এ অলরাউন্ডার, ‘আমি স্বীকার করছি আমার আচরণ পেশাদার ছিল না। যে ভাষা ব্যবহার করেছি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। বিশেষ করে যেসব খুদে ক্রিকেট ভক্তরা সারা বিশ্বে ওই সময় টিভিতে খেলা দেখছিল। এ টেস্টে দুই দলের সমর্থকই দারুণ সমর্থন দেখিয়েছে। একটি ঘটনাকে এমন দারুণ প্রতিদ্বন্দ্বি^তাপূর্ণ সিরিজের স্মৃতিকে নষ্ট করতে দেওয়া ঠিক হবে না।’