নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো। তিনি একদমই সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বেগম জিয়া এখন সুস্থ আছেন। আপনারা নিশ্চিত থাকুন। ইতোমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেছেন, দুজন চিকিৎসক কথা বলেছেন। তারা দুজনেই নিশ্চিত করেছেন, তিনি সুস্থ আছেন। কোনও বিপদের সম্ভাবনা নেই বলে মনে করেন চিকিৎসকেরা।’
সোমবার (২৫ অক্টোবর) বিকালে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন থেকে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।