খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের শেষ কর্মদিবস আজ। এ উপলক্ষে গতকাল রোববার তিনি সংবাদ সম্মেলন করেন।
শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জানান, ৯ জানুয়ারি ভাইস চ্যান্সেলর হিসেবে তার নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হচ্ছে। দায়িত্ব পালনকালীন তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোত্তম প্রচেষ্টা চালিয়েছেন। তিনি শান্তিপূর্ণভাবে তার মেয়াদ শেষ করতে পারায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে ট্রেজারার খান আতিয়ার রহমান, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন।