প্রিন্ট করুন প্রিন্ট করুন

খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা

 

খুলনা প্রতিনিধি: খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। রোববার অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নাজমুল আহসান সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, খুলনা মহানগর ও জেলার ১৭টি থানায় ডিসেম্বর মাসে বিভিন্ন অপরাধমূলক ঘটনায় ২৭০টি মামলা হয়েছে। এ সময় আটটি খুন এবং নারী ও শিশু নির্যাতনের ১৯টি ঘটনা ঘটেছে। সভায় কেসিসির প্রতিনিধি জানান, আগামী সপ্তাহ থেকে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার অভিযান শুরু হবে। এছাড়া সোনাডাঙ্গা ট্রাক টার্মিনালের যানজট নিরসনে সেখানে অবৈধভাবে দখল করা জায়গা থেকে পাইকারি কাঁচাবাজার স্থানান্তর করা এবং নতুন কোনো খাসজমিতে এটি স্থাপনের সুযোগ করে দিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সভায় পাটকলগুলোতে যাতে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় থাকে এবং শ্রমিক অসন্তোষ না হয়, এজন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে মহানগর পুলিশ জানায়।

সভায় উপজেলা পরিষ চেয়ারম্যান, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কেসিসির প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেন।