খুলনা প্রতিনিধি : টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক শেয়ারড ওয়্যারলেস এক্সেস প্রোটোকল (এসডব্লিউএপি) প্রযুক্তি স্থাপনের মাধ্যমে খুলনা অঞ্চলের থ্রিজি নেটওয়ার্ক উন্নত করেছে।
বিশ্বের অন্যতম শীর্ষ টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান জেডটিই এ কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করেছে। এই প্রযুক্তির আওতায় খুলনা অঞ্চলের ১৫ জেলার গ্রাহক উন্নত নেটওয়ার্ক সুবিধা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুরের গ্রাহকরাও উপকৃত হবেন। এ নিয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার সঞ্জয় ভাঘাশিয়া জানান, ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে বৃহদাকারে নেটওয়ার্ক উন্নতকরণের মতো এই সাহসী পদক্ষেপ নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমি বিশ্বাস করি, খুলনা অঞ্চলে এই নতুন পদক্ষেপের ফলে গ্রাহকরা উপভোগ করতে পারবেন দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা এবং সেরা মানের নেটওয়ার্ক সুবিধা। আমাদের নেটওয়ার্ক অবকাঠামো উন্নত করে দেশব্যাপী গ্রাহকদের সেরা মানের নেটওয়ার্ক অভিজ্ঞতা দিতে আমরা সব সময় প্রতিজ্ঞাবদ্ধ।