প্রিন্ট করুন প্রিন্ট করুন

খুলনায় যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

 

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর খালিশপুরে জাহিদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে খালিশপুরের বঙ্গবাসীর মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা বড় ভাই জাভেদকেও (৩০) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈয়মুর আলী জানান, খালিশপুরের বঙ্গবাসীর নতুন কলোনীর মৃত সাব্বির হোসেনের ছেলে জাহিদ ও জাভেদ রাত ৯টার দিকে বঙ্গবাসীর মোড়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত জাহিদের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে ও তার বড়ভাই জাভেদকে কুপিয়ে পালিয়ে যায়।