Print Date & Time : 11 August 2022 Thursday 11:07 am

গণস্বাস্থ্য কেন্দ্রকে ব্যাংক এশিয়ার অনুদান

ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্যাংক এশিয়া লিমিটেড গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রকে দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় পাঁচ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করে। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষে চেক গ্রহণ করেন গণস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ব্যাংক এশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ডিএমডি সাইফুজ্জামান, ধানমন্ডি শাখা প্রধান মো. আশরাফ হোসেন ও এক্সিকিউটিভ অফিসার ফয়সল ইসলাম। গণস্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু ও গ্রুপ ফাইনান্স ডিরেক্টর মীর আব্দুল নকীব। বিজ্ঞপ্তি