নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের কার্যদিবসে ৪৩ লাখ ৮২ হাজার ৪৩৭টি শেয়ার মোট ৫৩ বার লেনদেন হয়, যার বাজারদর ৪৯ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার ব্লক মার্কেটে এসিআই লিমিটেডের ৫০ হাজার শেয়ার দুবার লেনদেন হয়, যার বাজারদর দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকা। সেন্ট্রাল ফার্মার ৪০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৯ লাখ আট হাজার টাকা। কনফিডেন্স সিমেন্টের এক লাখ ১৫ হাজার শেয়ার তিনবার লেনদেন হয়, যার বাজারদর এক কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা। কেয়া কসমেটিসের ৪০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর পাঁচ লাখ ৪৪ হাজার টাকা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫০ হাজার শেয়ার দুবার লেনদেন হয়, যার বাজার দুই এক কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। রেনাটা লিমিটেডের পাঁজ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৫৪ লাখ ৯০ হাজার টাকা এবং জাহিন স্পিনিংয়ের ৫৬ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ১৩ লাখ ৭৮ হাজার টাকা।
দ্বিতীয় কার্যদিবসে ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের দুই লাখ ৩০ হাজার ২২২টি শেয়ার পাঁচবার লেনদেন হয়, যার বাজারদর এক কোটি ৪৯ লাখ ৪১ হাজার টাকা। বেক্সিমকো ফার্মার পাঁচ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর চার কোটি ৩৫ লাখ টাকা। ডেসকোর ১৬ হাজার ২০০টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর আট লাখ ৭৫ হাজার টাকা।
গ্রামীণফোন লিমিটেডের ১৩ হাজার ৯৯১টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৪০ লাখ ৭১ হাজার টাকা।
আরএসআরএম স্টিলের ৮০ হাজার শেয়ার চারবার লেনদেন হয়, যার বাজারদর ৭৬ লাখ টাকা এবং স্কয়ার ফার্মা ৬০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর এক কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা।
তৃতীয় কার্যদিবসে ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ৩০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ১৯ লাখ ৩২ হাজার টাকা। ইস্টার্ন ব্যাংকের এক লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৩০ লাখ ১০ হাজার টাকা।
গ্রামীণফোনের এক লাখ আট হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারমূল্য ছয় কোটি তিন লাখ ২০ হাজার টাকা। আর রংপুর ফাউন্ডির আট হাজার ৫২১টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ১১ লাখ ৭৬ হাজার টাকা।
চতুর্থ কার্যদিবসে ব্লক মার্কেটে ব্যাংক এশিয়ার এক লাখ ১০ হাজার ১৬৪টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ২০ লাখ ২৭ হাজার টাকা। সিটি ব্যাংকের দুই লাখ ৬১ হাজার ১৯১টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৭১ লাখ ৮৩ হাজার টাকা। সিভিও পেট্রোকেমিক্যালের তিন হাজার ৭০০টি শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর সাত লাখ ৭৮ হাজার টাকা।
ডিবিএইচের দুই লাখ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর দুই কোটি ২০ লাখ টাকা। জেনারেশন নেক্সটের ৯০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ১০ লাখ আট হাজার টাকা। গ্রামীণফোনের পাঁচ লাখ শেয়ার চারবার লেনদেন হয়, যার বাজারদর ১৪ কোটি ৫১ লাখ টাকা। অলিম্পিকের ৫৪ হাজার শেয়ার দুবার লেনদেন হয়, যার বাজারদর এক কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকা। আরএসআরএম স্টিলের এক লাখ শেয়ার দুবার লেনদেন হয়, যার বাজারদর ৯৫ লাখ টাকা। ইউনিক হোটেলের পাঁচ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর দুই কোটি ৮৫ লাখ টাকা এবং জাহিন স্পিনিংয়ের এক লাখ ৫০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৩৬ লাখ টাকা।
সপ্তাহের শেষ কার্যদিবসে ব্র্যাক ব্যাংকের তিন লাখ ৫০ হাজার শেয়ার দুবার লেনদেন হয়, যার বাজারদর দুই কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। বেক্সিমকো ফার্মার ২০ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ১৭ লাখ ৯২ হাজার টাকা। এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দুই লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ১৬ লাখ ২০ হাজার টাকা।
রেনাটার ১২ হাজার ৪৪৮টি শেয়ার চারবার লেনদেন হয়, যার বাজারদর এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার টাকা এবং সিমটেক্সের দুই লাখ ২৮ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৫৯ লাখ ২৮ হাজার টাকা।