প্রিন্ট করুন প্রিন্ট করুন

গাইবান্ধায় তাঁতীদলের শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি, গাইবান্ধা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জš§দিন উপলক্ষে জাতীয়তাবাদী তাঁতীদল গাইবান্ধা শাখার উদ্যোগে গতকাল রোববার বিএনপি কার্যালয়ে দরিদ্র অসহায় শীতার্ত ২৫০ জন মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী তাঁতীদল গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এটিএম রাশেদুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব আ স ম সাজ্জাদ হোসেন পল্টনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির সদস্য লোটাসা খান, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী প্রমুখ।