প্রিন্ট করুন প্রিন্ট করুন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ বালুয়া এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে গতকাল রোববার সকালে অটোবাইক ও ট্রাকের মুখোমুখি এক সংঘর্ষে অটোবাইকের চালক রফিকুল ইসলাম (৪৫) নামে একজন নিহত ও অপর এক যাত্রী আহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার হামিদপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে।

রোববার সকালে একটি অটোবাইক লক্ষ্মীপুর থেকে গাইবান্ধা শহরের আসার সময় চাপাদহ বালুয়া এলাকায় পৌঁছলে ট্রাকটি অটোবাইককে সাইড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অটোবাইকের চালক রফিকুল ও অপর এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথে রফিকুল ইসলাম মারা যান।  অপরজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।