প্রিন্ট করুন প্রিন্ট করুন

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের পরিচিতি সভা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

এ সময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, বীর মুক্তিযোদ্ধা শাহ মাঈনুল ইসলাম, শহিদুল ইসলাম আবু, অ্যাডভোকেট আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, রণজিৎ বকসী সূর্য্য, আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডল, যুগ্ম সম্পাদক মাহবুব আলম  প্রমুখ উপস্থিত ছিলেন।