প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে কভিড মোকাবিলায় সচেতনতামূলক আলোচনা সভা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে জেলা পরিষদের প্রশিক্ষণ হল রুমে এ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আখতারুজ্জামান।
প্রধান অতিথি বলেন, কভিড এখনও নির্মূল হয়নি। এখন আবার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ
ঠেকাতে ঘন ঘন সাবান হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা আর জরুরি প্রয়োজন ছাড়া জনবহুল স্থান এড়িয়ে চলার জন্য পরামর্শ দেন তিনি। আর এজন্যই গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটকে জনস্বার্থে বিতরণের জন্য জার্মনিলের ৯ হাজার ২৪৮ বক্স ফেস মাস্ক দেয়া হয়েছে।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদের সভাপতিত্বে ও প্রকৌশলী সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্যাহ মণ্ডল, সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকসেদ আলম, দিলরুবা ফাইজিয়া, সদস্য রাশিদা খন্দকার প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব সীমা শারমিন ও সহকারী প্রকৌশলী মো. মনির হোসেনসহ পরিষদের অন্য কর্মকর্তা-কর্মচারীরা।