প্রিন্ট করুন প্রিন্ট করুন

গার্মেন্ট খুলে দেওয়ায় মন্ত্রিসভায় মালিক ও শ্রমিকদের অভিনন্দন

শেয়ার বিজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হওয়া ৫৯টি তৈরি পোশাক কারখানা গতকাল সোমবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। এ কারণে শ্রমিক ও মালিকদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। দেশের অর্থনীতির কথা বিবেচনা করে তাদের এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। খবর বাংলাদেশ প্রতিদিন।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ফ্যাক্টরিগুলো বন্ধ থাকলে আমাদের দেশের শত শত কোটি টাকার ক্ষতি হবে। সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবগুলো প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ৮০ থেকে ৯০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটার তো বিধান আছে। সময় সময় এটাকে আপডেট করার সুযোগ আছে। যে সিস্টেমটা আইনে দেওয়া আছে, সেটা প্রিম্যাচিউর, এখনও স্টেজটা (পাঁচ বছর পরপর ন্যূনতম মজুরি নির্ধারণ) আসেনি। উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাসাভাড়া বাড়ার কারণে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে ১২ ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করেন ওই এলাকার তৈরি পোশাক শ্রমিকরা। ২০ ডিসেম্বর বিজিএমইএ সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলন করে সাভারের আশুলিয়ায় সব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।

রোববার সন্ধ্যায় বিজিএমইএ সভাকক্ষে জরুরি এক সংবাদ সম্মেলন করে সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান জানান, সাভারের আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানাগুলো প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার থেকে খুলেছে।