Print Date & Time : 25 May 2020 Monday 1:42 pm

গুপ্তচর অক্ষয় কুমার

প্রকাশ: নভেম্বর ১১, ২০১৯ সময়- ১১:৩৭ পিএম

শোবিজ ডেস্ক: ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা অক্ষয় কুমার। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছেন বলিউডের এ অভিনেতা। একের পর এক দুর্দান্ত সব সিনেমা উপহার দিয়ে ভক্ত ও দর্শক মাতাচ্ছেন তিনি। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘হাউজফুল ফোর’ সিনেমায়ও সাফল্য পেয়েছেন। সেই রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। নাম ‘বেল বটম’। নতুন এ সিনেমায় অক্ষয় কুমারকে এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। টুইটারে সিনেমার নাম ঘোষণার পাশাপাশি অক্ষয় প্রকাশ করেছেন তার ফার্স্ট লুক। জানিয়ে দিয়েছেন মুক্তির দিনও। ৮০’র দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন রঞ্জিত এম তিওয়ারি। প্রযোজনায় রয়েছেন বাসু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ, মনীষা আদভানি, মধু ভোজওয়ানি ও নিখিল আদভানি। ২০২১ সালের ২২ জানুয়ারি ‘বেল বটম’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতার চলতি বছরে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে; এগুলো হলো: ‘কেশরী’, ‘মিশন মঙ্গল’ ও ‘হাউজফুল ফোর’। এছাড়া ২৭ ডিসেম্বর তার ‘গুড নিউজ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে ২০২০ সালে ৫২ বছর বয়সী এ অভিনেতার ‘সূর্যবংশী’ ও ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমা মুক্তির প্রতীক্ষায় রয়েছে।