শেয়ার বিজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন।
সোমবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের উপজেলার আতমলী ইউনিয়নের সিকির বাজার মোড়ে কবি সুকান্ত ম্যুরাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লাবু শেখের ছেলে রুদ্র মাহামুদ (২০), কোটালীপাড়া পৌরসভার উলাহাটি গ্রামের ফারুক গাজীর ছেলে মুরাদ গাজী (২২) ও একই উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের নওশের হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (২২)।
নিহতদের মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী দ্বিতীয় বর্ষের ছাত্র।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, সকালে ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে সিকির বাজার এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সাথে কবি সুকান্ত ম্যুরালের সামনে ওই মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মধ্যে রুদ্র ও মুরাদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন তাদের সঙ্গী নাঈম হাওলাদার। এ অবস্থায় নাঈমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।