প্রিন্ট করুন প্রিন্ট করুন

গোপালঞ্জে ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

প্রদীপ সভাপতি ও দুলাল সেক্রেটারী

প্রতিনিধি, গোপালগঞ্জ : বিরোধীদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২১ নভেম্বর সোমবার প্রেসক্লাব চত্বরে অবাধ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য সাংবাদিক বাসুদেব ধর।

শুভ উদ্বোধন করেন খুলনা বটিয়াঘাটা কলেজের সাবেক অধ্যক্ষ জীবানন্দ কির্ত্তনীয়া। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান মতুয়াচার্য্য সুব্রত ঠাকুর। প্রধান সমন্বয়ক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনীন্দ্রনাথ বাড়ৈ মনি ও সভাপতি ডা: অসিত কুমার মল্লিক।

এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক আশীষ কুমার বাগচী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে প্রদীপ কুমার বিশ্বাস সভাপতি ও দুলাল চন্দ্র বিশ্বাস সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।